জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে গুলিবিদ্ধ সৈয়দ জামালের মৃত্যুর ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ভাই সৈয়দ হোসাইন মিয়া বাদী হয়ে সৈয়দপুর-শাহারপাড়ার ইউপি চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসানসহ পাঁচজনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় মামলা করেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ইউপি চেয়ারম্যান হাসানকে আসামী করা তাঁকে প্রতিহিংসামূলক বলে দাবি করছেন তার অনুসারীরা।
প্রসঙ্গত- উপজেলার সৈয়দপুর গ্রামের সৈয়দ আলমগীর মিয়ার সঙ্গে সৈয়দ হোসাইন আহমেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে গত শুক্রবার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সৈয়দ আলমগীর হোসেনের লোকজনের ছোড়া গুলিতে সৈয়দ জামাল (৪৫), সৈয়দ গফর আহমেদ শিপু (২৮), সৈয়দ সেলু মিয়া (৫৫), সৈয়দ হোসাইন মিয়া (৩০), সৈয়দ আনহার মিয়া (৬০), সৈয়দ আমিন মিয়া (৬৫) গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথে সৈয়দ জামালের মৃত্যু হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার