স্টাফ রিপোর্টার:
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
গতকাল সোমবার (১ মে) নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে মহানগর জমিয়তের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এর পরিচালনায় দীর্ঘ আলাচনা পর্যালোচনার পর জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সহ সভাপতি ও এয়ারপোর্ট থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। তিনি জমিয়তের খেজুর গাছ প্রতীক নিয়ে ২১ জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সভায় উপস্থিত ছিলেন মহানগর শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান, সহ সভাপতি মাওলানা অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী,মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম যুগ্ম সম্পাদক মাওলানা শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, প্রচার সম্পাদক মাওঃ শামীম আহমদ, সহ প্রচার সম্পাদক মাওঃ আতিকুর রহমান নগরী, অফিস সম্পাদক মাওঃ কামরুল ইসলাম সিদ্দিকী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওঃ তায়িবুর রহমান প্রশিক্ষণ সম্পাদক মাওঃ জুবায়ের আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মাওঃ আব্দুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মাওঃ ইলিয়াস আহমদ, সদস্য হাঃ মাওঃ শুয়াইব আহমদ, মাওঃ কায়সান মাহমুদ আকবরি, যুব জমিয়ত সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা কবির আহমদ, ছাত্র জমিয়ত সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওঃ নুরুল ইসলাম সহ জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।
আগামী ৪ মে বৃহস্পতিবার বাদ মাগরিব জমিয়ত অফিস মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার জরুরি সভা অনুষ্ঠিত হবে এতে জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের সকল দায়িত্বশীলদের যথাসমেয়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার