Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের সন্ত্রাসী খাগড়াছড়ি থেকে গ্রেফতার

admin

প্রকাশ: ০৭ মে ২০২৩ | ০৭:০৬ অপরাহ্ণ | আপডেট: ০৭ মে ২০২৩ | ০৭:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জের সন্ত্রাসী খাগড়াছড়ি থেকে গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরের একাধিক মামলার আসামি সৈয়দ জুম্মানকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে গ্রেফতারের পর রোববার আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে শনিবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানা এলাকা থেকে জুম্মানকে গ্রেফতার করা হয়। জুম্মান উপজেলার সৈয়দ পুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে জামাল হত্যার ঘটনায় জুম্মানকে গ্রেফতার করা হয়েছে। পরে রোববার তাকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশিস ধর জানান, জুম্মান একজন দাগি আসামি। তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন