ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী ওরফে অন্তরা ও তার অনুসারী তাবাসসুম ইসলামের নির্যাতনের শিকার প্রথম বর্ষের ওই ছাত্রী আজ ক্যাম্পাসে ফিরছেন। শনিবার বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি তাকে ডেকেছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে দেখা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা-পুলিশের একটি টহল দল সেখানে রয়েছে।
থানার উপ-পরিদর্শক গোলাম রসুল বলেন, প্রতিদিনের টহলে যে পরিমাণ পুলিশ থাকে। আজও সে পরিমাণ পুলিশ সদস্য নিয়ে টহল দেওয়া হচ্ছে। তবে ওই শিক্ষার্থীর নিরাপত্তায় কিছুটা সতর্ক আবস্থানে রয়েছি।
ওই ছাত্রীকে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মেয়েটির নিরাপত্তার জন্য তার সঙ্গে কথা বলে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেত্রী সানজিদা ও তার অনুসারী তাবাসসুমসহ কয়েকজনের নিষ্ঠুরতার শিকার হন ওই নবীন ছাত্রী। তার ওপর সাড়ে চার ঘণ্টা ধরে নির্যাতন চালানো হয়। এ সময় অকথ্য ভাষায় গালাগাল, মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়।
ঘটনাটি গণমাধ্যমে আসার পর গত বৃহস্পতিবার বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের নির্দেশে অভিযুক্ত দুই ছাত্রী তদন্ত চলাকালে যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না থাকেন, তা নিশ্চিত করতে বলা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার