Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ২৭শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে এখন কী করেন মোনালিসা?

admin

প্রকাশ: ২৪ মে ২০২৩ | ১১:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ মে ২০২৩ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে এখন কী করেন মোনালিসা?

আনন্দনগর প্রতিবেদক :
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা। সেখানে তিনি একটি কসমেটিকস ও বিউটি প্রোডাক্ট সরবরাহকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। তবে সম্প্রতি তিনি প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন। সঙ্গে হয়েছে প্রমোশনও। নিউইয়র্কের কসমেটিকস ব্র্যান্ড ‘এলিজাবেথ আরডেন’ টিমে ব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছেন মোনালিসা।

এ প্রসঙ্গে আমেরিকা থেকে মোবাইল ফোনে তিনি বলেন, ‘একটি লাক্সারিয়াস ব্যান্ডের প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে যোগ দিতে পেরে ভীষণ গর্বিত। আমি এতোটাই খুশি যে সত্যিই তা ভাষায় প্রকাশের নয়। যোগ্যতা প্রমাণ করেই আমি এতদুর এসেছি। সবার দোয়া চাই যেন আগামীতে আরো ভালো করতে পারি।’

এদিকে শিগগিরই তিনি দেশে ফেরার কথাও জানিয়েছেন এ মডেল-অভিনেত্রী। অভিনয় বিষয়ক কিছু কাজের কথাও হচ্ছে। সর্বশেষ তিনি তাহসানের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন। এর শুটিংও হয়েছিল আমেরিকায়।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন