Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালাল মাজারের পাশে লাশ উদ্ধার

admin

প্রকাশ: ২৮ মে ২০২৩ | ০৬:০৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ মে ২০২৩ | ০৬:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
শাহজালাল মাজারের পাশে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহজালাল দরগাহ মাজারের পেছনের গেটের পাশে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে রবিবার (২৭ মে) বিকাল ৪টার দিকে গিয়ে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানাপুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান- মৃত ব্যক্তির বয়স অনুমানিক ৭০ বছর। নাম-ঠিকানা পাওয়া যায়নি। মাজার ও আশপাশে ভবঘুরের মতো থাকতেন ওই ব্যক্তি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটি ময়না তদন্ত শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন