কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগরে বেড়েছে মাদক কারবারিদের অপতৎপরতা। এই অপতৎপরতা ঠেকাতে শনিবার রাতে গৌরীনগরে ঝটিকা অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। অভিযানকালে এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক মাদক কারবারির নাম আবু ছাইদ। তিনি গৌরীনগর গ্রামের আকিল মিয়ার ছেলে।
শনিবার (২৭ মে) রাত ৯টায় উপজেলার গৌরীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার (২৭ মে) রাত ৯টার দিকে উপজেলার গৌরীনগর গ্রামে অভিযান চালায় র্যাব-৯ এর একটি টিম। এসময় আবু ছাইদকে র্যাব আটক করে। তবে কয়েকজন মাদক কারবারি এসময় পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আকিল মিয়া ও জিয়াউদ্দিন নামের দুজন মাদক কারবারের মূল হোতা। কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউনিয়নের বিভিন্ন গ্রামের তাদের নেতৃত্বে বেড়েছে মাদক বেচাকেনা। বিশেষ করে ইউনিয়নের গৌরীনগর, সুন্দাউরা ও পূর্ণাছগামে মাদকের ব্যবসা বেশি চলছে।
স্থানীয়দের অভিযোগ- দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামে দিনদুপুরে প্রকাশ্যেই চলে মাদকের বিক্রি ও সেবন। আলেম-ওলামার গ্রাম নামে প্রসিদ্ধ এই গৌরীনগর গ্রাম। কিন্তু গত কয়েক বছর থেকে এই গ্রামে বেড়েছে মাদক কেনা-বেচা ও সেবন। বর্তমানে জিয়া উদ্দিন, আকিল, আব্দুর রহিম ও তাজ উদ্দিন নামের ৪ মাদক ব্যবসায়ীর নেতৃত্বে চলছে অবাধে মাদকের ব্যবসা। একসময় তারা সীমান্ত থেকে মাদক বহন করে এনে নির্দিষ্ট খদ্দেরদের কাছে পৌঁছে দিতেন। আর এখন তারাই অন্যদের দিয়ে মাদক আনিয়ে বিভিন্ন জায়গায় পাঠান।
এ বিষয়ে দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ বলেন, আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে প্রতিহত করার চেষ্টা করছি। মাদক নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছি।
এই সংবাদটি পড়া হয়েছে : 994 বার