স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তিন মেয়র প্রার্থী ও ১০ কাউন্সিলর প্রার্থী।
এরআগে ২৫ মে ১১ জন মেয়র প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে সংরক্ষিত কাউন্সিলর পদে পাঁচজন ও সাধারণ কাউন্সিলর পদে ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে আপিল করেছেন- মোহাম্মদ আব্দুল মান্নান খান, মৌলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো: শাহ্ জাহান মিয়া। এরা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
সংরক্ষিত কাউন্সিলর পদে ২ নং সংরক্ষিত আসনের প্রার্থী জুমানা আক্তার জুঁই, ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী শ্যামলী সরকার, ৪ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী তাহমিনা বেগম, ৫ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী আয়না বেগম, ৬ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী কামরুন নাহার চৌধুরী।
সাধারণ কাউন্সিলরদের মধ্যে ২৮ নং ওয়ার্ডে মো. ফখরুল ইসলাম, ৩৩ নং ওয়ার্ডে আবু সাদেক মোহাম্মদ, খায়রুল ইসলাম চৌধুরী, ৩৪ নং ওয়ার্ডে মাওলানা মো. রফিকুল ইসলাম, ৩৯ নং ওয়ার্ডে মো. শাহাব উ্দ্দীন লাল।
আগামী কাল (৩০ মে) আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি), মোহাম্মদ আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র), মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।
সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীর ওয়ার্ড ৪২টি।
মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১হাজার ৩৬৪টি।
আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার