Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে : অ্যাড. মোশাহিদ

admin

প্রকাশ: ৩১ মে ২০২৩ | ০১:১১ অপরাহ্ণ | আপডেট: ৩১ মে ২০২৩ | ০১:১১ অপরাহ্ণ

ফলো করুন-
তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে : অ্যাড. মোশাহিদ

সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মো. মোশাহিদ আলী বলেছেন- তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। আগামীতে আমাদের জাতীয় নির্বাচন। এখন থেকে তৃণমূল পর্যায়ে আমাদের দলের নেতাকর্মীদের কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাই আমাদের সবাইকে এক হয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

তিনি মঙ্গলবার (৩০ মে) দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।

৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান কাচা মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোবারক আলী’র পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আজির উদ্দিন , যুগ্ম সাধারণ সম্পাদক বশিরুল হক, নেছার আলী , তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন , সদস্য এডভোকেট মিসবাউর রহমান আলম, কয়েছ আহমদ মেম্বার , আব্দুল আহাদ ইসলাম, সিলেট জেলা তাঁতীলীগের সভাপতি ও সিলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আব্দুল হাই আতিক মাস্টার , যুগ্ম আহবায়ক আবু সাইদ জুবেরী সাদ, সালেহ আহমদ ছালিক, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুহিন আহমদ চৌধুরী , ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সাইস্তা মিয়া, জেলা যুবলীগ নেতা মন্জুর আলী , সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগ লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদ ,দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ , সিলাম ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েছ আহমদ , সহ সভাপতি সাইফুল আলম, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির আহমদ , সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ,যুবলীগ নেতা খালেদ আহমদ , সেলিম আহমদ ,কয়েছ আহমদ , জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান , আজহার উদ্দিন , মিহিন আহমদ প্রমুখ।

সম্মেলনে সিলাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে মোঃ মোবারক আলীকে সভাপতি , কামাল আহমদ’কে সাধারণ সম্পাদক, মিজানুর রহমান’কে সাংগঠনিক সম্পাদক এবং হোসেন আলী’কে সহ সাংগঠনিক সম্পাদক করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার

শেয়ার করুন