Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

admin

প্রকাশ: ৩১ মে ২০২৩ | ০৭:১৬ অপরাহ্ণ | আপডেট: ৩১ মে ২০২৩ | ০৭:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
রাতে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

স্টাফ রিপোর্টার:
ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে রীতিমতো উড়ছে আর্জেন্টিনা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপপর্ব শেষ করেছে সর্বোচ্চ ছয়বারের শিরোপাজয়ীরা।

অন্যদিকে, টুর্নামেন্টটিতে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নেইমারদের উত্তরসূরীরা।

সুপার সিক্সটিনের লড়াইয়ে রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে লাতিন আমেরিকার দুই জায়ান্ট। আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় এস্তাদিও ক্লাউডেড দ্য প্লাটাতে তিউনিসিয়ার মুখোমুখি ব্রাজিল যুবারা। অন্যদিকে, শেষ ষোলোয় জুনিয়র আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ নাইজেরিয়া। স্যান জুয়ান স্টেডিয়ামে আর্জেন্টিনার ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়।

 

প্রথম ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে জমজমাট লড়াইয়ে ২-১ গোলে জিতেছিলেন মেসিদের উত্তরসূরীরা। সেই ফর্ম তারা ধরে রাখে গ্রুপপর্বের বাকি ম্যাচগুলোতেও। দ্বিতীয় ম্যাচে গুয়েতেমালাকে ৩-০ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে আসে জুনিয়র আলবিসেলেস্তারা। এরপর সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা জয় পেয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হারের পর গ্রুপপর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। তবে দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিকের জালে গুনে গুনে ৬-০ গোল দিয়ে আশা বাঁচিয়ে রাখে সেলেসাওরা। আর শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো নিশ্চিত করে তারা।

ম্যাচটি দেখবেন যেভাবে
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে ভারতের সনি টেন৩ এইচডি (SONY TEN 3HD), সনি লাইভ(Sony LIV)। এছাড়া ফিফা প্লাসেও (fifaplus) সম্পূর্ণ ফ্রি’তে খেলা উপভোগের সুযোগ রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার

শেয়ার করুন