স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর ধোপাদিঘীরপার এলাকায় ছুরিকাঘাতে বজি বিক্রেতা গোবিন্দ দাস (৩৫) খুনের মূল হোতা হৃদয় আহমেদ সার্কিটকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
রোববার (৪ জুন) ভোররাতে গোয়াইনঘাট উপজেলর ফতেহপুর ইউনিয়নের গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হৃদয় সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুর এলাকার রফিক মিয়ার ছেলে।
রোববার (৪ জুন) দুপুরে র্যাব-৯ এর মিডিয়া অফিসার আফসান আল আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারে খবর নিশ্চিত করা বলা হয়, ছায়া তদন্তের মাধ্যমে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যতম মূল আসামীর অবস্থান সনাক্ত করা হয়। রোববার ভোররাতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে হৃদয় আহমেদ সার্কিটকে (১৯) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে সিলেট মহানগর পুলিশের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আর আগে বৃহস্পতিবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট নগরের ধোপাদিঘী পাড়ের হোটলে অনুরাগের লাগোয়া গলির রাস্তায় সামনে গোবিন্দ দাস (৩৫) খুন হন। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন। এদিনই খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- সাদিপুর শিবগঞ্জ এলাকার সেলিম মিয়ার ছেলে রাহাত রাব্বি, একই এলাকার রিন্টু দাসের ছেলে সৌরভ দাস, টিলাগড় ভাটাটিকর এলাকার আলমাছ মিয়ার ছেলে আতিকুর রহমান শুভ।
এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার