স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক সামাজিক সংগঠন “রোটার্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজার” ইয়ার লঞ্চিং মিটিং ও ডিস্ট্রিক্ট ইয়ার লঞ্চিং প্রজেক্ট “ছড়িয়ে দাও অক্সিজেন, বাঁচিয়ে দাও প্রাণ” এই স্লোগান নিয়ে রবিবার সকালে বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের ঐতিহ্যবাহী জালালিয়া মহিলা দাখিল মাদরাসা এবং দুপুর ২ ঘটিকায় বিয়ানীবাজার স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে দুইটি পৃথক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোটার্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের (২০২৩-২৪) প্রেসিডেন্ট রো. জুম্মা জুমনের সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান পিপি এ.এইচ.মাহবুব হোসাইনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজার’র সেক্রেটারি রোটারিয়ান দেলওয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালিয়া মহিলা দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওঃ হামিদুর রহমান, সহকারী সুপার মাওঃ কামাল হোসেন আল মাথহুরী, সহকারী মৌলভী মাওঃ সুহেল আহমদ, সহকারী শিক্ষক মোঃ তসলিম উদ্দিন, সহকারী শিক্ষক ফারুক আহমেদ, সহকারী শিক্ষক ময়নুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের (২০২৩-২৪) রোটাবর্ষের ক্লাব ট্রেইনার পিপি সালেখ হোসেন ও রোটার্যাক্ট ডিস্ট্রিক অর্গানাইজেশন-৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মাহবুব হোসাইন।
ক্লাব সার্জেন্ট অ্যাট আর্মস শাহরিয়া রহমানে’র ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে রোটার্যাক্ট পার্রপাস পাঠ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি মো. এমদাদুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রোটার্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের মেম্বারশিপ চেয়ার আইপিপি লিজন আহমদ বাবলু, ট্রেজারার নাহিদুর রহমান, এডিটর মামুনুর রশিদ খান ও মেম্বার হিজবুল হোসাইন তারেক প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার