মৌলভীবাজার প্রতিনিধি:
চার ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর ১০ জঙ্গী ও ৩ শিশুকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট। এর ফলে বড় ধরণের নাশকতা ও ক্ষয়ক্ষতি থেকে মুক্তি পেয়েছে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রাম।
শনিবার (১২ আগস্ট) টাট্টিউলি গ্রামের একটি দূর্গম পাহাড়ে জঙ্গি আস্তানায় অতিরিক্ত পুলিশ কমিশনার, সিটিটিসির নেতৃত্বে সিটিআই বিভাগের একটি টিম সোয়াট অপারেশন ‘অপারেশন হিলসাইড’ পরিচালনা করে। উক্ত অভিযানে কোন হতাহতের ঘটনা ছাড়াই ০৪ জন পুরুষ জঙ্গি ও ০৬ জন নারী জঙ্গীকে আটক করা হয়। এসময় সঙ্গীয় তিন শিশুকে হেফাজতে নেয়া হয়।
অভিযানে মৌলভীবাজার জেলা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে। উক্ত জঙ্গি আস্তানা থেকে ২.৫ কেজি বিস্ফোরক, ৫০ টি ডেটোনেটর, প্রশিক্ষণ ম্যানুয়াল, কমান্ডো বুটসহ অন্যান্য প্রশিক্ষণ সরঞ্জামাদি , ছুরি-রামদাসহ অন্যান্য ধারালো অস্ত্র এবং নগদ ৩ লক্ষ ৬১ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার