Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শিরোপা জয়ে সবার ওপরে মেসি

admin

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ০২:১৪ অপরাহ্ণ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ০২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
শিরোপা জয়ে সবার ওপরে মেসি

অনলাইন ডেস্ক:
লিওনেল মেসি সাফল্যময় ক্যারিয়ারে যুক্ত হলো নতুন পালক। নতুন ঠিকানায় এসে খুব অল্প সময়ের মধ্যেই শিরোপার স্বাদ পেয়েছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। লিগস কাপের ফাইনালে রোমাঞ্চকর টাইব্রেকার শেষে শিরোপা জয়ের আনন্দে ভাসে তার দল ইন্টার মায়ামি।

আর এই শিরোপা জয়ের মধ্যে দিয়ে ফুটবল ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে সবার ওপরে উঠলেন মেসি। এই অর্জনে তিনি পেছনে ফেলেছেন দীর্ঘদিনের সতীর্থ দানি আলভেজকে। আলভেজ তার ক্যারিয়ারে মোট ৪৩টি শিরোপা জিতেছেন। মায়ামির হয়ে লিগস কাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারের ৪৪তম শিরোপা জিতলেন মেসি।

 

রোববার জিওডিস পার্কে লিগস কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমতার পর সাডেন ডেথে ন্যাশভিল এসসিকে ১০-৯ গোল হারিয়েছে মায়ামি। সেইসঙ্গে নিজের ৪৪তম শিরোপা জিতে নেন বিশ্বচ্যাম্পিয়ন মেসি।

মেসির ৪৪ শিরোপা:

বার্সেলোনা (৩৫)

স্প্যানিশ লা লিগা: ১০
কোপা দেল রে: ৭
স্প্যানিশ সুপার কাপ: ৮
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ৪
উয়েফা সুপার কাপ: ৩
ফিফা ক্লাব বিশ্বকাপ: ৩

আর্জেন্টিনা (৫)

বিশ্বকাপ: ১
কোপা আমেরিকা: ১
ফিনালিসিমা: ১
অলিম্পিক: ১
যুব বিশ্বকাপ: ১

পিএসজি (৩)

ফরাসি লিগ ওয়ান: ২
ফরাসি সুপার কাপ: ১

ইন্টার মায়ামি (১)
লিগস কাপ: ১

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন