Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জি-২০ সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

admin

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ০১:৫২ অপরাহ্ণ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ০১:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
জি-২০ সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার:
ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।

 

শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় এই সম্মেলন। অনুষ্ঠানে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুই দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলনের আজ প্রথম সেশন। রবিবার এই সম্মেলনের শেষ দিন। সম্মেলনে শেখ হাসিনা আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার সকাল ১১টার দিকে নয়াদিল্লিতে যান শেখ হাসিনা। বিকালে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী উভয় দেশের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে উভয়ে সম্পর্ককে আরও জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন।

 

শেখ হাসিনার এই সফরে কৃষি, সাংস্কৃতিক বিনিময় ও আন্তঃদেশ লেনদেনে বাংলাদেশ-ভারতের সমঝোতা স্মারক সই হয়েছে।

 

প্রসঙ্গত, এবারের জি-২০ সম্মেলনে বাংলাদেশসহ ৯টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে– নেদারল্যান্ডস, স্পেন, নাইজেরিয়া, মিশর, মরিশাস, সিঙ্গাপুর, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন