হবিগঞ্জ প্রতিনিধি:
তিন দিনেও গ্রেফতার হয়নি হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই আসামি!
হবিগঞ্জ চিফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রাজু মিয়াকে (২৪) তিন দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আদালত প্রাঙ্গণ থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এতে প্রধান করা হয়েছে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামছুল হককে। কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়াও এ ঘটনায় কোর্ট পুলিশের দায়িত্বরত কনস্টেবল মো. আকবর হোসেন বাদী হয়ে দন্ডবিধির ২২৪ ধারায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ উমর আলী।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে কোর্ট হাজত থেকে একদল পুলিশ তাকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নিয়ে যান। এর আগে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে। হাজতখানা থেকে পুলিশ প্রহরায় আদালতে তোলার সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। মুহুর্তের মধ্যেই আদালতপাড়ায় হৈ-হুল্লুড় শুরু হয়। এরপর পুলিশ আসামি ধরতে আশপাশে তল্লাশী শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
এর পুর্বে গত ৩১ আগস্ট বৃহস্পতিবার ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে র্যাব-৯। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৬৪ বোতল ফেন্সিডিল। সে উপজেলার শিবরামপুর গ্রামের মোঃ চাঁন বাদশা মিয়ার পুত্র। রাজু একজন পেশাদার মাদক কারবারি।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার