Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ২৭শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

admin

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের একটি ওয়াগনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, আখাউড়া থেকে ছেড়ে আসা টেনের একটি খালি ওয়াগন বিকেলে লাউয়াছড়া বনের ভেতরে ঢুকার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ওয়াগনটি বনের ভেতরে রেল লাইনের উপর আটকে আছে। ওয়াগনটি আখাউড়া থেকে কুলাউড়ার মাইজগাও স্টেশনে যাচ্ছিলো বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ, লাউয়াছড়া রেলক্রসিংয়ে একটি ওয়ঢাগন আটকে আছে। বিকল্প ইঞ্জিন এনে এটি সরানো হবে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন