দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মাদ্রাসা ছাত্র ইমরান (১২) কে পিটিয়ে হত্যা করেছে আপন চাচা ও তার ছেলেরা। নিহত ইমরান হোসেন উপজেলার টংগর গ্রামের আবুল কাশেমের ছেলে।সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেনীর ছাত্র।
গত মঙ্গলবার টংগর গ্রামের মৃত দিয়ানত উদ্দিনের ছেলে আবুল খায়ের ও আবুল কাশেমের মাঝে বসত বাড়ির সীমানা নিয়ে ঝগড়াঝাটি হয়।এসময় আবুল খায়ের ও তার ছেলেদের বেধরক মারপিটের কারনে আবুল কাশেম ও তার ছেলে ইমরান(১২) মেয়ে রিনা বেগম (২১) মারাত্মক আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় আহতরা দিরাই উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসলে আশংকা জনক অবস্থায় তিনজনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় পরদিন বুধবার বিকেল চারটায় ইমরান মারা যায়।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনি রানী তালুকদার জানান, বেধরক মারপিটে জখমী ইমরানের মাথার খুলি ভাঙ্গাসহ তিনজনই প্রচন্ড আঘাতপ্রাপ্ত ছিল। আশংকা জনক অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নিহত ইমরানের পিতা আবুল কাশেম জানান, আমি দিরাই বাজারের একটি হোটেলে কাজ করি।বসতঘরের সীমানা নিয়ে আমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব ছিল, মঙ্গলবার আমি বাড়িতে গেলে আমার ভাই, ভাতিজা, ভাগনা মিলে আমার বসত ঘরে এসে লাঠিসোটা নিয়ে সবাইকে মারধর শুরু করে। এসময় তাদের মারপিটে আমি আমার মেয়ে ও ছেলে আহত।আমরা দিরাই হাসপাতালে চিকিৎসার জন্য আসলে তারা সিলেট ওসমানীতে প্রেরন করে। আমি সিলেট যাওয়ার আগে দিরাই থানায় গিয়ে বিষয়টি জানালে আগে চিকিৎসা করানোর কথা বলে পুলিশ।
দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন বলেন, টংগর গ্রামের দুই সহোদরদের মাঝে বসতঘরের সীমানা নিয়ে মারামারিতে একটি ছেলে চিকিৎসারত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার বিকেলে মারা গেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে।এখনও মামলা হয়নি।
এদিকে নিহত ইমরানের পরিবার সূত্রে জানা যায়,বুধবার বিকালে চিকিৎসারত অবস্থায় ইমরান মারা যায়, ওসমানী মেডিকেলে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার সন্ধ্যায় দিরাই থানা পুলিশকে মৃতদেহ দেখিয়ে বাড়িতে নেয়া হয়।রাত আট টায় জানাযা নামাজ শেষে মাদ্রাসা ছাত্র ইমরান হোসাইনকে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার