ময়নুল ইসলাম :
তুমি নেই বলে- প্রাণ নেই যেন দেহে,
বড়ই একাকী এক জীবন!
বিরহের বিষন্নতার করাল গ্রাসে অবসাদগ্রস্ত,
অসীম অনাস্থায় ঠাসা চরম অনিশ্চিত ভুবন!
এখানে সন্ধ্যা নামে বন্যার মতো,
আঁধারের সে কী তেজ!
আধেক জীবন কাটিয়ে দিলাম, সাথে-
শুধুই তোমার স্মৃতির রেশ!
যদি পারো তুমি এসে বসো শূন্য আসনে,
নিও চেয়ে যা মন চায়!
এ জীবন মূলতঃ তোমারই প্রতীক্ষায়,
গোধূলী আটকে যাওয়া ঝুল বারান্দায়!
অথবা তুমি একটু গুছিয়ে নিয়ে দিও খবর,
আমিই চলে আসি!
অনেক কিছুর অল্প কিছুও – ঢের বেশি; চলো-
ইচ্ছের সঙ্গী হয়ে বাঁচি হৃদয়ের কাছাকাছি!
এখানে সময় কাটে চৈত্রের মতো,
দুপুরগুলো কর্মহীন- সে কী দীর্ঘ!
সৈকতের বালির বুক চিড়ে গড়া-
ক্ষণিকানন্দের মিথ্যে কারুকার্য!
এখানে কষ্টের ঘাস ফড়িং উড়ে বেড়ায়-
ডানা ভাঙা পাখির মতো!
তুমিহীনা জীবন শুধু জৈবিক জীবন; প্রাণহীন-
ফণীমনসা বন, একটি মরুদ্যানের প্রত্যাশায় ক্রন্দনরত!
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার