জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মতিন মজুমদার কুটিমুটি (৫৮) নামে এক জনকে আটক করেছে। কুটিমুটি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের বাসিন্দা মৃত হাবিব আলী মজুমদারের ছেলে। শনিবার (৭ অক্টোবর) রাতে জুড়ী-ফুলতলা সড়কের বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়- গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতে ডিবি পুলিশ জুড়ীর বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মতিন মজুমদার অরফে কুটিমুটি’কে সন্দেহ জনক অবস্থায় আটক করে। পরে তার দেহ তল্লাশী করলে তার হেফাজত থেকে নীল রঙের জিপারযুক্ত পলিথিনের ভেতরে থাকা ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুড়ী থানাধীন দক্ষিণ সাগরনাল গ্রামের জনৈক আতিকুর রহমান তারেক (২৮) এর নিকট থেকে খুচরা বিক্রির জন্য ইয়াবা ট্যাবলেট গুলো সংগ্রহ করেছে বলে কুটিমুটি জানায়।
এ বিষয়ে ডিবি পুলিশের এস.আই আজিজুর রহমান নাইম বাদী হয়ে আটককৃত আব্দুল মতিন মজুমদার অরফে কুটিমুটি ও পলাতক আতিকুর রহমান তারেকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের জুড়ী থানায় মামলা দায়ের করেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার