জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে সিআইডির উপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামি ছিনতাই করে নেয়ার অভিযোগ পায়া গেছে। হামলায় সিআইডির এক কর্মকর্তার হাত ভেঙে গেছে। শানবার ভোরে জৈন্তাপুর উপজেলার হরিপুরে এ ঘটনা ঘটেছে।
ছিনতাই হওয়া আসামি জৈন্তাপুরের লামা শ্যামপুর এলাকার কাদির পীরের ছেলে নাম ধলাই মিয়া (১৯)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চৌকি বসিয়ে তল্লাশি চালান সিআইডির উপ পরিদর্শক দ্বীপরাজ ধর প্রিন্স।
এসময় সিলেট শহর অভিমুখী ট্রাক থামিয়ে তল্লাশিকালে চালক চোরাই মালামাল বহনের কথা স্বীকার করেন। চালক ধলাই মিয়াকে হাতকড়া পরিয়ে গাড়ি তল্লাশির চেষ্টাকালে কয়েকটি ডিআই পিকআপ ও একটি নোহা মাইক্রোবাসে ৮০/৯০ জনের মাদক চোরাকারবারি দলের সদস্য দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা হাতকড়াসহ চালক ধলাই মিয়াকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় সিআইডি পুলিশে ওই কর্মকর্তা আহত হন। হামলায় ওই পুলিশ কর্মকর্তার হাত ভেঙে যায়।
সুজ্ঞান চাকমা আরো জানান, এর আগে ভোররাত ৪টার দিকে অভিযানে একটি ডিআই পিকআপ তল্লাশি চালিয়ে ১৪টি বস্তায় ৭০ কেজি করে ৯৮০ বস্তা ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা। অভিযানকালে চা পাতার বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে না পারায় আজগর আলী (৩৫) নামে পিকআপ চালককে আটক করা হয়। তিনি উপজেলার হেমু দত্তপাড়া এলাকার হারিছ মিয়ার ছেলে।
জিজ্ঞাসাবাদে আটক আসামি স্বীকার করেন, চোরাকারবারিদের সহযোগিতায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় চা-পাতা দেশে আনেন তিনি। এসময় চা-পাতাসহ নাম্বার প্লেটবিহীন হলুদ ও নীল রংয়ে ডিআই পিকআপটি জব্দ করা হয়।
সিআইডি সিলেটের বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, পুলিশের কাজে বাধা প্রদানসহ হত্যার উদ্দেশ্যে মারপিট করে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার অপরাধে এসআই দ্বীপরাজ ধর প্রিন্স বাদী হয়ে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় চালক ধলাইসহ ৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৮০/৮০ জনকে আসামি করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারসহ হ্যান্ডকাফ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া ভারতীয় চোরাই চাপাতাসহ আটক চালক আজগরসহ ৮ জনের নামোল্লেখপূর্বক অজ্ঞাতদের আসামি করে একই থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, সিআইডি সিলেট কর্তৃক গত ১ মাসে ৩টি চোরাই পণ্যের চালান ও ১ টি মাদকের চালান আটক করে মামলা দেওয়া হয়। এতে মাদক চোরাচালানকারীরা ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে সিআইডি পুলিশের অভিযান রোধকল্পে হামলা চালায়
এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার