Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কলেজছাত্রীকে ধর্ষণ পুলিশ সদস্য গ্রেফতার

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:২৩ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
কলেজছাত্রীকে ধর্ষণ পুলিশ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্য গ্রেফতার হয়েছেন। রোববার রাতে সিলেট থেকে শিবলু মিয়া (২৫) নামের ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করে চুনারুঘাট থানার পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে শিবলু মিয়াকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।এ ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক থানায় প্রদত্ত এজাহারের বরাত দিয়ে বলেন, শিবলু মিয়ার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি গ্রামে। তিনি সিলেট পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত। এক প্রতিবেশী কলেজছাত্রীর (১৭) সঙ্গে শিবলু প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সেই সূত্রে তাঁরা প্রায়ই নানা স্থানে দেখা করতেন। একাদশ শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করেন শিবলু। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি সিলেটের একটি আবাসিক হোটেলে ধর্ষণের ঘটনা ঘটে। এ অভিযোগের প্রেক্ষিতে ওই ছাত্রী রোববার চুনারুঘাট থানায় পুলিশ সদস্য শিবলু মিয়ার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। এরপর রাত ১টায় শিবলু মিয়াকে সিলেট শহর থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন