Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মিথ্যা তথ্য প্রচারে এমপি রতনের পিএসসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

admin

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
মিথ্যা তথ্য প্রচারে এমপি রতনের পিএসসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:
মিথ্যা তথ্য প্রচার করে মানহানির অভিযোগে ১০ জনের নাম উল্লেখসহ ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সেলিম আহমদ। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে মানহানির অভিযোগে এ মামলা করা হয়।

বুধবার সিলেট সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের এ সদস্য।

এ মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন সুনামগঞ্জ-১ আসনের বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনের পিএস আব্দুর রাজ্জাক পাভেল, এমপির ভাতিজা তানভির হাসান সাগর, তাহিরপুর উপজেলার আপ্তাব উদ্দিন, নুরুল আমীন নিরব, সবুজ আহমদ জয়, সজল সিদ্দিকী, ধর্মপাশা উপজেলার লিটন আহমেদ শান্ত, হারুন মিয়া, লেলিন সরকার ও বিদ্যুৎ সরকার। অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় সেলিম আহমদ নিজেকে আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে উল্লেখ করেন। নিজেকে শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি উল্লেখ করে তিনি বলেন, সংসদীয় এলাকা তাহিরপুর, মধ্যনগর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করছেন তিনি। এই জনকল্যাণমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে আসামিরা তাঁর জনপ্রিয়তা নষ্টের জন্য ফেসবুকে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আসামিরা তাঁর সম্মানহানিসহ এলাকার শান্তিশৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত।

সেলিমের আইনজীবী রাজিব মিত্র জানান, সাইবার ট্রাইব্যুনাল সেলিমের অভিযোগ আমলে নিয়ে তাহিরপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে এমপি রতনের পিএস আব্দুর রাজ্জাক পাভেল জানান, মামলায় তাঁকে আসামি করার বিষয়টি তিনি শুনেছেন। এখনও অভিযোগের কাগজ দেখেননি। অভিযোগের কপি পেলে যথাযথ মাধ্যমে জবাব দেবেন।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বললেন, সাইবার ট্রাইব্যুনালে সেলিম আহমদের অভিযোগ দায়ের করেছেন শুনেছি। এখনও আমাদের কাছে কোনো কাগজ আসেনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার

শেয়ার করুন