Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় রেললাইনে দুর্বৃত্তদের আগুন

admin

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় রেললাইনে দুর্বৃত্তদের আগুন

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে ফেলে রেখে ট্রেন চলাচল বিঘ্নিত করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার ছকাপন রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ট্রেন থামিয়ে চালক ও যাত্রীদের সহায়তায় আগুন নেভানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রোমান আহমদ।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে ছকাপন রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর ফেলে রেখে পালিয়ে যায়। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছালে রেললাইনে আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে চালকসহ যাত্রীরা নেমে আগুন লাগানো টায়ারটি রেললাইন থেকে সরালে ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন