Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাইডেন-ট্রাম্প যেদিন ডায়লগ করবে, সেদিন আমিও করবো: প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ০৪:৪০ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ০৪:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
বাইডেন-ট্রাম্প যেদিন ডায়লগ করবে, সেদিন আমিও করবো: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
বিরোধী দলের সঙ্গে ডায়লগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেদিন বাইডেন (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) ট্রাম্পের (যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট) সঙ্গে ডায়লগ করবে, সেদিন আমিও করবো।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট যে সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে। কানাডার আদালত কিন্তু এ বিষয়টা কয়েকবার বলেছে। সন্ত্রাসী দল হিসেবে কানাডা তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাই আশ্রয় নেওয়ার চেষ্টা করেও তারা সেখানে সুযোগ পায়নি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট যে সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে। কানাডার আদালত কিন্তু এ বিষয়টা কয়েকবার বলেছে। সন্ত্রাসী দল হিসেবে কানাডা তাদেরকে প্রত্যাখান করেছে, তাই আশ্রয় নেওয়ার চেষ্টা করেও তারা সেখানে সুযোগ পায়নি।

সন্ত্রাসী কর্মকাণ্ড করে পালিয়ে গিয়ে এখন বিএনপি অবরোধের ডাক দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২৮ তারিখ (২৮ অক্টোবর) বিএনপি যেসব ঘটনা ঘটালো (পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের ওপর হামলা) তাতে জনগনের ধিক্কার ছাড়া কিছুই জুটবে না। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের হাসপাতালে হামলা করেছে তার সঙ্গে বিএনপির হামলার কোনো তফাৎ দেখছি না।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন