Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় তিন ঘণ্টায় ৬ বাসে আগুন

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩ | ০১:৫১ অপরাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৩ | ০১:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
ঢাকায় তিন ঘণ্টায় ৬ বাসে আগুন

স্টাফ রিপোর্টার:
চতুর্থ দফায় শুরু হয়েছে বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচি। অবরোধ শুরুর আগেই ৬টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে ১১টার মধ্যে যাত্রাবাড়ী, গুলিস্তান, আরামবাগ, তালতলা, পঙ্গু হাসপাতাল, পল্লবী ও গাবতলী এলাকায় এসব গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া ফার্মগেট ও গুলিস্তানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

তারা জানিয়েছে, রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজ পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়।

রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এদিকে রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

রাত ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী ফলপট্টির সামনে অনাবিল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময় যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত পৌনে ১১টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

রাত ১১টার দিকে আগারগাঁওয়ের তালতলা বাসস্ট্যান্ডের কাছে শিখড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

এই সংবাদটি পড়া হয়েছে : 997 বার

শেয়ার করুন