Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘কেউ বাসে আগুন দিতে গেলে তাকে সেই আগুনে ফেলে দেবেন’

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩ | ০৫:৫১ অপরাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৩ | ০৫:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
‘কেউ বাসে আগুন দিতে গেলে তাকে সেই আগুনে ফেলে দেবেন’

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না, সরকার হটাতে জনগণের দরকার হয়, জনগণ তাদের (বিএনপি) সঙ্গে নেই। তাদের নেতা পালিয়ে থাকে লন্ডনে, আর সেখান থেকে আগুন দিতে বলে, যদি সাহস থাকে তাহলে তার দেশে আসা উচিত।”

রবিবার (১২ নভেম্বর) নরসিংদীতে মোসলেম উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “তারা অবরোধের নামে হামলা চালিয়ে মানুষকে আহত করছে। পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা করছে। বিএনপির এমন কর্মকাণ্ড আমরা যুগ যুগ ধরে দেখে আসছি। সামনে আসার সাহস পায় না, গলি থেকে বেরিয়ে আগুন দিয়ে আবার পালিয়ে যায়।”

জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “কেউ যদি বাসে আগুন দিতে যায়, তাকে ধরে সেই আগুনে ফেলে দেবেন। সে বুঝুক আগুনের কত জ্বালা।”

সরকারপ্রধান বলেন, “তারা পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। তারেক জিয়ার চামচারা এসব হামলা করছে।”

এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার

শেয়ার করুন