Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে দুই বোনের লাশ উদ্ধার

admin

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩ | ১২:১৯ অপরাহ্ণ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ | ১২:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
রাজধানীতে দুই বোনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
রাজধানীর হাজারীবাগে একই বাসা থেকে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। দু’জনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

রোববার (১২ নভেম্বর) দিনগত মধ্যরাতে কালুনগর এলাকায় একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- নাসরিন আক্তার (৩০) ও জেসমিন আক্তার (৪৪)।

পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাসরিনকে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। এরপর রাত সাড়ে ৪টার দিকে জেসমিনকে মৃত ঘোষণা করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা জানতে পেরেছি- পারিবারিক বিষয় নিয়ে কলহে বোনকে হত্যার পর আরেক বোন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!