Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গলা কেটে হত্যা, ইজিবাইক নিয়ে লাপাত্তা দুর্বৃত্তরা

admin

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩ | ০১:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ | ০১:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
গলা কেটে হত্যা, ইজিবাইক নিয়ে লাপাত্তা দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের কামারখন্দে মানিক হোসেন (২৫) নামের এক চালককে গলা কেটে হত্যার পর ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে লাপাত্তা হয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ঝাঐল উত্তরপাড়া গ্রামের শীতল পাটি তৈরির একটি বেতের জমিতে ওই চালকের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

নিহত ইজিবাইক চালক মানিক সদরের কালিয়া গ্রামের আশরাফুলের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বাড়িতে মধ্যাহ্ন ভোজন শেষে নিজের ইজিবাইক নিয়ে বের হন ওই চালক। সন্ধ্যার পর পরিবারের লোকজন মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোনটির সংযোগ বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও মানিকের মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায়। মানিকের পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান না পাওয়া যায়নি। এ অবস্থায় বুধবার ভোরে ঝাঐল উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের শীতল পাটি তৈরির বেতের বাগানের পাশ দিয়ে এলাকাবাসী হেঁটে যাওয়ার সময় মানিকের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশ ও মানিকের পরিবারকে বিষয়টি জানায়।

কামারখন্দ থানার ওসি মোহা. রেজাউল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাতে মানিককে গলা কেটে হত্যার পর ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সিআইডি ও পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!