Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রত্যাশা পূরণে ব্যর্থ ‘টাইগার ৩’, নতুন ছবির ঘোষণা সালমানের

admin

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩ | ০৫:৫২ অপরাহ্ণ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৩ | ০৫:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
প্রত্যাশা পূরণে ব্যর্থ ‘টাইগার ৩’, নতুন ছবির ঘোষণা সালমানের

বিনোদন ডেস্ক:
দিওয়ালি উপলক্ষে মুক্তি পেয়েছিল সালমান খানের ‘টাইগার ৩’। এই ছবি ঘিরে ভক্তদের যে প্রত্যাশা ছিল, তা পূরণ করতে পারেনি। দিন দিন কমছে সিনেমার শো এবং দর্শক। কিন্তু একেবারে ডুবেও যায়নি। গুটি গুটি পায়ে ১৩ দিনে বিশ্বব্যাপী ৪১৪ কোটি রুপি আয় করেছে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এই ছবি। এরই মধ্যে নতুন ছবির ঘোষণা দিলেন সালমান খান।

সালমানের পরবর্তী ছবির নাম ‘দ্যা বুল’। ভারতীয় গণমাধ্যম ‘জুম’-এর সঙ্গে সাক্ষাৎকারে এই ছবির নাম জানিয়েছেন তিনি। এই ছবিতে সালমানকে আধা সামরিক এক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ছবিটি প্রযোজনা করবে করণ জোহরের ধর্মা প্রোডাকশন।

এর মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর আবার করণ জোহর আর সালমান খান একসঙ্গে কাজ করতে চলেছেন। এর আগে ১৯৯৮ সালে তাঁরা ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। করণের এই ছবিতে সালমান ক্যামিও হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া সালমানের হাতে রয়েছে একাধিক প্রকল্প। সালমানকে আগামী দিনে ‘দাবাং’ ছবির পরবর্তী সিক্যুয়েলে, ‘কিক’-এর সিক্যুয়েলে, আর সুরজ বরজাতিয়ার ‘প্রেম কি শাদি’সহ আরও কিছু ছবিতে দেখা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন