Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নৌকা পেলেন না মাহি, প্রার্থী হবেন স্বতন্ত্র

admin

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩ | ১২:১৮ অপরাহ্ণ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ | ১২:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
নৌকা পেলেন না মাহি, প্রার্থী হবেন স্বতন্ত্র

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মুঠোফোনে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

এর আগে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র তুলেছিলেন মাহিয়া মাহি। আসন দুটির কোনোটিতেই মনোনয়ন না পেয়ে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুললেন নায়িকা।

আজ সোমবার দুপুরে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র তোলা হয়।

জানা যায়, প্রার্থী হতে জাতীয় পরিচয়পত্র অনুসারে মাহিয়া মাহির নাম লেখা হয়েছে শারমিন আক্তার নিপা।

প্রার্থী হওয়া প্রসঙ্গে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, “নির্বাচন দৌড়ে এখন আমিও আছি। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘নির্বাচন যেন এক তরফা না হয়। কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়। বলতে পারেন, এসব চিন্তা-ভাবনা থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমার দেখাদেখি যেন অন্যরাও উদ্বুদ্ধ হয়। এটাও একটা কারণ। সেই আসনে নির্বাচনকে আরও প্রতিযোগিতামূলক করতে আমার এই প্রচেষ্টা।”

তিনি আরও বলেন, ‘যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করব, তাই সবার কাছে আমি দোয়া চাই।’

এদিকে, রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী। তিনি ২০০৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন