Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ট্রেন দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

admin

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
জামালপুরে ট্রেন দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়ে মুচড়ে গেছে। রেলক্রসিং পার করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে আহসান হাবিব নামে এক পুলিশ কনস্টেবল ঘটনাস্থলেই নিহত হন। সেই সঙ্গে আরিফুল ইসলাম নামে আরও এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) মধ্যরাতে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। জামালপুর রেলওয়ে ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) গোলজার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, মধ্যরাতে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন জামালপুর শহরের শেখেরভিটা এলাকা পার করার সময় পুলিশের টহলরত একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে যায়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!