হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অভিযোগে দুইটি রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যায় শহরের কোর্ট মসজিদ এলাকার মধুবন ক্যাফে ও কলাপাতা হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালত পরিচালিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক ও বায়জিদ আহমেদ এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক জানান, মধুবন ক্যাফে ও কলাপাতা রেস্টুরেন্টের নামে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ করে আসছিলেন। জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মিলে অভিযান পরিচালনা করে মধুবন ক্যাফেকে ২৫ হাজার ও কলাপাতা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার