Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দেশের হয়ে খেলতেই সাকিবের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ‘বিসর্জন’

admin

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩ | ০১:৪০ অপরাহ্ণ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ | ০১:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
দেশের হয়ে খেলতেই সাকিবের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ‘বিসর্জন’

স্পোর্টস ডেস্ক:
বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে পরিচিত মুখ বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আইপিএল থেকে শুরু করে বিগ ব্যাশ সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে আসন্ন আইপিএলের নিলামে নাম দেননি সাকিব। মূলত দেশের হয়ে খেলতেই এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছেন বলে জানিয়েছেন এই টাইগার অধিনায়ক।

বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লিগ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে ক্রিকেটে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ‘আইপিএলে নাম দিইনি। স্বাভাবিকভাবে এতে একটা উইন্ডো (সময়) খুলবে আমার জন্য। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি, নামটা প্রত্যাহার করে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি। আগে যে ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলতাম, হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব।’

বিশ্বকাপে পাওয়া আঙুলের চোটের সবশেষ অবস্থা প্রসঙ্গে সাকিব আরও বলেন, ‘আশা ছিল যে নিউজিল্যান্ডে অন্তত টি–টোয়েন্টি আর ওয়ানডে খেলতে যাব। কারণ, চার সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে (আঙুলের চোট)। কিন্তু আমি দুই দিন আগে এখানে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছেন আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে।’

ইতিমধ্যে রাজনীতিতে যোগ দিয়েছেন সাকিব। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবেন তিনি। আসছে ১৮ ডিসেম্বর থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবেন সাকিব।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন