স্টাফ রিপোর্টার:
১৮ ডিসেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী কাজে বাধা হতে পারে এমন রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোট দেওয়ায় নিরুৎসাহিত হতে পারে এমন কোনো সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, আইজিপি, সব বিভাগীয় কমিশনার, সব পুলিশ কমিশনার, সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে লেখা চিঠিতে এমন ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। বুধবার (১৩ ডিসেম্বর) পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ সংক্রান্ত নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার