Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

তাহিরপুরে যুবকের গলা কেটে হত্যাচেষ্টা অভিযোগ দুই বন্ধুর বিরুদ্ধে

admin

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩ | ০৫:৩১ অপরাহ্ণ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ | ০৫:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
তাহিরপুরে যুবকের গলা কেটে হত্যাচেষ্টা অভিযোগ দুই বন্ধুর বিরুদ্ধে

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে কথা কাটাকাটির জেরে ওমর ফারুক (২৭) নামের এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টা অভিযোগ উঠেছে তার দুই বন্ধুর বিরুদ্ধে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের তাহিরপুর বাদাঘাট সড়কে ঘটনা ঘটে।

ওমর ফারুক মধ্যনগর উপজেলার মধ্যনগর গ্রামের আব্দুছ ছালামের ছেলে। অভিযুক্ত দুই বন্ধুর নাম জানা যায়নি। বর্তমানে তারা পলাতক।

জানা গেছে, বুধবার দুপুরে দিকে তাহিরপুর বাজার থেকে বাদাঘাট বাজারে যাওয়ার জন্য তিন বন্ধু মোটরসাইকেলে রওনা হন। পথে তাহিরপুর বাদাঘাট সড়কে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তারা। এ সময় দুই বন্ধু মিলে ছুরি দিয়ে ওমর ফারুকের গলা কেটে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি কীভাবে আর কেন ঘটেছে খোঁজ নিচ্ছি। ওই অজ্ঞাত বন্ধুদের খোঁজ খবর নেন চেষ্টা করেছি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন