বিনোদন ডেস্ক:
প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া সবারই পরিচিত মুখ। চোপড়া পরিবারের এ দুই মেয়েই বলিউডে সফল। তবে কেরিয়ারে সফল হলেও আসলে ব্যক্তি হিসেবে তারা কেমন? এবার সেটি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তার বোন অভিনেত্রী মীরা চোপড়া।
মীরার অভিযোগ, তার দুই বোনই ভালো অভিনেত্রী। তবে বোন হিসেবে কোনো সাহায্যই নাকি পাননি তাদের কাছ থেকে।
২০১৬ সালে ‘১৯২০: লন্ডন’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন মীরা। সামনে মুক্তি পেতে চলেছে তার সিনেমা ‘সফেদ’। তার আগেই দুই বোনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা জানান, পরিণীতির পরিবারের সঙ্গে বহু বছর ধরে তেমন কোনো যোগাযোগ নেই। ‘হাসি তো ফাসি’ ছবিটির সময় থেকেই পরিণীতি নাকি দূরত্ব বজায় রাখতেন। তুলনায় অনেক বেশি প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ মীরা।
অভিনেত্রী বলেন, ‘প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো, এমনিতে ভালোভাবেই কথাবার্তা চলে। তবে বোনে বোনে সেই যোগ নেই, একই পরিবারের মেয়ে হয়েও বলিউডে কোনো সাহায্য পাইনি।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।