Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৭ জানুয়ারি ফাইনাল খেলা : ওবায়দুল কাদের

admin

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪ | ১১:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ | ১১:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
৭ জানুয়ারি ফাইনাল খেলা : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে বিএনপি আমাদের দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে লাশ ফেলার রাজনীতি করতে চায়। তারা ৭৫-এ ক্লু করেছে,৭৫-এ খুন করেছে মোস্তাক জিয়া। জেল খানায় জাতীয় নেতাদের হত্যা করেছে। তারেক জিয়া, খালেদা জিয়া ২১ এ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে।

ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে যাতে ভোট কেন্দ্রে ভোটাররা না আসতে পারে। তাদের জবাব দিতে হবে। আমরা দলে দলে একত্রিত হয়ে তার জবাব দিবো। ৭ জানুয়ারি আমরা জবাব দিবো। খেলা তো হবে। ৭ জানুয়ারি ফাইনাল খেলা।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে বাংলাদেশে বিএনপি তা করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

রবিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে গণসংযোগকালে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট জিরো পয়েন্টে এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে। তারা যদি নির্বাচনে পরামর্শ দেয় তাহলে আমরা গ্রহণ করবো। তবে নির্বাচনের ক্ষতি হয় এমন কিছু মেনে নিবো না।

তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নির্বাচনি এলাকায় গণসংযোগ ও প্রচারণা করেন দলীয় নেতাকর্মীদের নিয়ে। এসময় আবার নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের আহ্বান জানান এবং কোন ধরনের ভয়-ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য পরামর্শ দেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহীম, বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ও কামাল কোম্পানী চেয়ারম্যান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন