স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হারুন মিয়া (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের মিরাশি নতুন বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া জানান, নিহত হারুন মিয়া উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আকবর উল্লাহ অডিটরের বড় ছেলে। সকালে মিরাশী নতুন বাজারের পশ্চিম দিকে মাজারের কাছে হারুন মিয়াকে অর্ধ গলাকাটা, হাত পা বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
ধারণা করা হচ্ছে রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা হারুন মিয়ার গলাকেটে মেরে ফেলে রেখে গেছে।
উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জনপ্রতিনিধিসহ চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
এ বিষয়ে জানতে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।