Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নবনির্বাচিত এমপিরা নিলেন শপথ

admin

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪ | ১১:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ | ১১:৩৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
নবনির্বাচিত এমপিরা নিলেন শপথ

স্টাফ রিপোর্টার:
শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত এমপিরা। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যান্য কার্যক্রম শেষে শপথ পাঠ করেন সদস্যরা।

পরে তাদের শপথের কাগজে স্বাক্ষর করতে বলা হয়। পরবর্তী কার্যক্রম হিসেবে সংসদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। সে অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন