Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এবার বাংলাদেশে আসছেন হৃতিক-দীপিকা!

admin

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪ | ০৫:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ | ০৫:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
এবার বাংলাদেশে আসছেন হৃতিক-দীপিকা!

বিনোদন ডেস্ক:
‘ফাইটার’ এর মাধ্যমে এবার বাংলাদেশে আসছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন। সব ঠিক থাকলে, বিশ্বের সঙ্গে একই দিনে আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশেও মুক্তি পাবে সিনেমাটি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন।

সংবাদ মাধ্যম অনুযায়ী, বর্তমানে অনন্য মামুন অবস্থান করছেন ভারতে। সেখান থেকেই সিনেমাটির মুক্তির ব্যাপারে আশাবাদ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন, ‘এই প্রথম বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি ছবি থ্রিডি ও টুডি একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন।’

এর আগে, বাংলাদেশে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পাঠান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’।

ফাইটার দিয়েই প্রথমবার জুটি হিসেবে পর্দায় আবির্ভূত হচ্ছেন হৃতিক-দীপিকা। পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন