Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে ঢাকা-ওয়াশিংটন: পিটার হাস

admin

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪ | ০৪:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ | ০৪:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে ঢাকা-ওয়াশিংটন: পিটার হাস

স্টাফ রিপোর্টার:
রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে ঢাকা ও ওয়াশিংটন। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস।

বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘নতুন পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে আজ দেখা করার সু‌যোগ হয়েছে। ভবিষ্যতে আমাদের দু’পক্ষের সম্পর্কের কার্যক্রম নিয়ে আমরা কথা বলেছি। আমরা দু’পক্ষের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়গুলো কীভাবে এগিয়ে নেবো- তা নিয়ে আলোচনা করেছি।’

পিটার হাস বলেন, ‘দু’পক্ষের মধ্যে ব্যবসা-বা‌ণিজ্য ও রো‌হিঙ্গা সংকটে একে অন্যকে কীভাবে সহযোগিতা কর‌তে পা‌রি, সেটি নিয়ে আলোচনা করেছি। সামনের মাসগুলোতে আমাদের পারস্প‌রিক স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করবো।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন