Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ২৭শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আমির-ফাতিমার সম্পর্ক ভেঙেছে না কি সব ঠিকঠাক?

admin

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪ | ১২:০১ অপরাহ্ণ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ | ১২:০১ অপরাহ্ণ

ফলো করুন-
আমির-ফাতিমার সম্পর্ক ভেঙেছে না কি সব ঠিকঠাক?

স্টাফ রিপোর্টার:
কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছে আমির খানের। ‘দঙ্গল’ ও ‘ঠগস অফ হিন্দোস্তান’-এ একসঙ্গে কাজ করার সময় নাকি একে অপরের প্রেমে পড়েন তারা।

কিন্তু আচমকাই নাকি আমির-ফতিমার সম্পর্কে ছন্দপতন। তাদের সম্পর্কে নাকি চিড় ধরেছে। বাগদানে থাকলেও সেই ফাতিমার দেখা মিলল না আইরার বিয়েতে। কিন্তু তারপরও ‘প্রেমেই রয়েছেন’ বলে ঘোষণা ফাতিমার। তবে সে প্রেম কার সঙ্গে, তা খোলসা হলো না।

দু’বার বিয়ে করেছেন আমির, দু’বারই ভেঙেছে বিয়ে। তবে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছেন অভিনেতা। মেয়ে আইরার বিয়েতেই মিলেছে তার প্রমাণ। আইরার গায়ে হলুদের অনুষ্ঠানে একই ধরনের ভিন্ন রঙের শাড়ি পরে আসতে দেখা গিয়েছিল রিনা ও কিরণকে। শুধুমাত্র অনুপস্থিত ছিলেন ফাতিমা।

ফাতিমা সোশ্যাল সাইটে লিখেছেন— হেসেখেলে, নেচেগেয়ে শেষ হলো শুটিং। বছরের শেষ ও শুরুটা এদের সঙ্গেই কাটালাম। জীবন বদলে দেওয়ার মতো একটা জার্নি। শুধু ভালবাসা রয়েছে যেখানে। আগামী ক’টা দিন শুধুই এদের ছবি দিয়ে ভরাব।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন