Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

admin

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪ | ১২:৩১ অপরাহ্ণ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ | ১২:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার:
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে গণভবনে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছে। এর আগে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।

গিনটিং বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি ছিল।

এডিবির কান্ট্রি ডিরেক্টরের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য তার (শেখ হাসিনা) প্রত্যাবর্তন খুবই প্রয়োজন ছিল।
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান, ইইউ রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী

শাখাওয়াত মুন বলেন, এডিবির কান্ট্রি ডিরেক্টর টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, এডিবি খুবই খুশি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন