Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা: সেই মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

admin

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪ | ০৪:৩০ অপরাহ্ণ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ | ০৪:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা: সেই মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের দুই যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা রিমা বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার পরিদর্শক (তদন্ত) কশৈন্যু।

তিনি জানান, রবিবার রাতে শিশু দুটির চাচা বাদশা মিয়া বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি দেখানো হয়েছে ওই দুই শিশুর মা মানসিক ভারসাম্যহীন রিমা বেগমকে।

তাকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কশৈন্যু আরও জানান, মামলায় বাদশা মিয়া উল্লেখ করেছেন- বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী তার ছোটভাই বাচ্চু মিয়ার ৪ বছরের যমজ ২ ছেলে রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদকে রবিবার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে রিমা বেগম পানিতে চুবিয়ে হত্যা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন