Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এবার উপজেলা নির্বাচনে থাকছে না নৌকা

admin

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪ | ০৩:১৪ অপরাহ্ণ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ | ০৩:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
এবার উপজেলা নির্বাচনে থাকছে না নৌকা

স্টাফ রিপোর্টার:
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করবে না আওয়ামী লীগ।

 

গত সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে এ ঘোষণা দেন তিনি।

ওবায়দুল কাদের জানান, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাহী কমিটি দলীয় প্রতীক নৌকা না দেবার ব্যাপারে একমত। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সবার অভিমতের সাথে ভিন্নমত পোষণ করেননি। তবে এ বিষয়ে যৌথসভা ডেকে দলীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বসবে। সেই সভায় দলীয় প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক জেলার অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানে নেতাদের ঢাকায় আনা হবে বলেও জানান তিনি।

সংরক্ষিত নারী সংসদ সদস্যদের আসন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নারী আসনে শিডিউল ঘোষণা হলে সিদ্ধান্ত জানানো হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন