Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের উন্নয়নে আরও বড় পরিসরে এগিয়ে আসবে চীন: প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ০৪:০৮ অপরাহ্ণ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ | ০৪:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশের উন্নয়নে আরও বড় পরিসরে এগিয়ে আসবে চীন: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
নতুন সরকারের মেয়াদে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে চীন আরও বড় পরিসরে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে গণভবনে চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার চীন। আমরা আশা করি, নতুন সরকারের মেয়াদে চীন আমাদের বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহায়তা করতে অতীতের চেয়ে বেশি সহায়তা করবে।

বৈঠকে প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তরের ভাইস মিনিস্টার সুন হাইয়ান।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন