Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের খেলা

admin

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের খেলা

ক্রীড়া প্রতিবেদক:
আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য মঙ্গলবার থেকে টিকিট পাওয়া যাবে। এমনকি টিকিট মিলবে ম্যাচের দিনও। মাঠে বসে খেলা দেখতে সর্বনিম্ন মূল্য ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকা গুনতে হবে দর্শকদের। সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বিসিবি।

মিরপুর শেরে-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এবারের টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। যেখানে সর্বনিম্ন মূল্য ২০০ টাকা, এবং সর্বোচ্চ মূল্য ১৫০০ ধরা হয়েছে। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে (মিরপুর) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

প্রথম দুই ওয়ানডের টিকিটের তথ্য-

গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
নর্থ সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

১ মার্চ- প্রথম ওয়ানডে, মিরপুর, বেলা বারোটায়

৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর, বেলা বারোটায়

৬ মার্চ- তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম, বেলা বারোটায়

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন