Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

এবার জেলে প্রচণ্ড নির্যাতন হয়েছে : মির্জা ফখরুল

admin

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:০০ অপরাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:০০ অপরাহ্ণ

ফলো করুন-
এবার জেলে প্রচণ্ড নির্যাতন হয়েছে : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:
গত ৯ ডিসেম্বর মধ্য রাতে আটক হয়ে কারাগারে যাওয়ার পর প্রচণ্ড নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ সাহেবের সঙ্গে এবার একসঙ্গে জেলে ছিলাম। উনি ছিলেন এক বিল্ডিংয়ে আর আমার ছিলাম অন্য বিল্ডিংয়ে। এরপর আমাদের ডিভিশনে দিয়েছে আর উনাকে হাসপাতালে দিয়েছে। কিন্তু, এবার প্রচণ্ড বেশি নির্যাতন করেছে। সেই নির্যাতনের কথা আমরা বলতে চাই না। নির্যাতন হবেই, সেটা আমরা জানি। কারণ আমরা সত্যের পথে আছি, গণতন্ত্রের পথে আছি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, নির্যাতন তারা করবে, নির্যাতন করেই তারা টিকে আছে। এজন্য তাদেরকে সরাতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। এজন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমাদের কৃষক, শ্রমিক, তাঁতী, কামার তারা সবাই অনেক কষ্টে আছে।

তিনি বলেন, চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি টিসিবির লাইনে মানুষের সারি দীর্ঘ হচ্ছে। ছেলে-মেয়েদের প্রোটিন দিতে হয়, এজন্য প্রতিদিন তাদের অন্তত একটি করে ডিম খেতে দিতে হয়। সেই ডিম এখন ছোঁয়া যায় না। এছাড়া ব্রয়লার মুরগির দামও কেজি প্রতিতে ৬০ থেকে ৮০ টাকা বেড়েছে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন