Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

admin

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:০০ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:০০ পূর্বাহ্ণ

ফলো করুন-
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জলিল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ ফ্রেবুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া কুতুপালং ৪নং ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ কামাল হোসেনের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার ৪নং ক্যাম্পের এফ/১২ ব্লকের জলিল নামে এক যুবককে অজ্ঞাত কয়েকজন ঘর থেকে ডেকে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে তাকে মারধর ও গুলি করে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জলিলকে ক্যাম্পের অভ্যন্তরে থাকা গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!